Main Menu

খানা তথ্যভান্ডার শূমারী বিষয়ক সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

খানা তথ্যভান্ডার শূমারী সংগ্রহ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় খানা তথ্যভান্ডার শূমারী বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর।

সভাপতির বক্তব্যে তিনি, সরকারের নেওয়া কর্মসূচী প্রকল্পের কার্যক্রমকে সফল এবং দ্বিতীয় পর্যায়ে খানা তথ্যভান্ডার শূমারী সংগ্রহ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে সরকারের গৃহিত এ প্রকল্পের মূল লক্ষ্য বাস্তবায়িত হবে। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিসংখ্যান অধিদপ্তর কর্মকর্তা মোঃ মঞ্জু মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িযা সরকারী মহিলা কলেজের অধ্যাপক মাজেদুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া, আলহাজ্ব মুরাদ খান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান আনছারী, শাহ মোঃ শরিফ ভান্ডারী, গভঃ মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সংরক্ষিত কাউন্সিলর হালিমা মুর্শেদ কাজল প্রমূখ।






Shares