মানব সেবার মহান দায়িত্ব পালনের ইচ্ছা নিয়ে আইন শিক্ষা গ্রহণ করতে হবে ::- বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন আইনজীবিগণ সমাজের সম্মানিত নাগরিক হিসেবে বিবেচিত। তাই আইন পেশা একটি মহৎ পেশা। তিনি বলেন ,আইন পেশার মাধ্যমে সমাজের নিরপরাধ, অসহায় ব্যক্তিদের আইনী সহায়তা দিয়ে সেবা প্রদান করাা যায়। এক সময় আইন শিক্ষা নিয়ে নানান ধরনের সমালোচনা থাকলেও বর্তমানে এটি একটি নিয়মতান্ত্রিক শিক্ষা পদ্ধতি হিসেবে স্বীকৃত। তিনি বলেন আইন শিক্ষার্থীদের নিজ আগ্রহ,প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে আইন শিক্ষাকে গ্রহণ করতে হবে। তিনি মানব সেবার মহান দায়িত্ব পালনের ইচ্ছা নিয়ে আইন শিক্ষা গ্রহণ করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে ছাত্র শিক্ষবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাসের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আইন কলেজের অধ্যক্ষ এড. মোঃ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, আইন কলেজ পরিচালনা পরিষদের সদস্য এড. নাজমুল হোসেন, প্রবীণ আইনজীবি ও আইন কলেজের শিক্ষক এড. হামিদুর রহমান (১), আইন কলেজের উপাধ্যক্ষ এড. এ.কে সামসুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমান শরীফ। সভা পরিচালনা করেন আইন কলেজের শিক্ষক এড. নজরুল ইসলাম। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক মনির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন কলেজের শিক্ষক এড.কাজী গোলাম ফারুক, এড. সালেক ভূইয়া, এড. ফজলুর রহমান. এড. মোঃ নজরুল ইসলাম, এড.লিটন দেব, এড.সাদউল আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ আলম ।প্রেস রিলিজ