Main Menu

ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এখন দেশের অন্যতম একটি পৌরসভা:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

mayor2411আগামী পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে পূনরায় জননেতা মেয়র মোঃ হেলাল উদ্দিনকে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মনোনয়ন করার দাবিতে গতকাল বিকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌরসভার বৃহত্তর মেড্ডা এলাকার বিশিষ্ট ব্যক্তিদের এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও আগামী দিনের মেয়র প্রার্থী মোঃ হেলাল উদ্দিন। সভায় মেয়র তাঁর সময়ে পূর্ব ও পশ্চিম মেড্ডার বিভিন্ন উন্নয়ন কার্মকান্ডের বনর্না দিয়ে বলেন বর্তমান সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সর্বোচ্চ সংখ্যক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। পৌরসভার দায়িত্ব নেওয়ার সময় পৌরসভা ছিলো ঋণগ্রস্ত। নানান প্রতিকুল অবস্থায় বিভিন্ন উন্নয়ন কার্মকান্ড বাস্তবায়ন করার ফলে ঋণগ্রস্থ পৌরসভা এখন সাবলম্বী হয়েছে। ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার এখন দেশের অন্যতম পৌরসভাগুলোর একটি। মেয়র বলেন পৌরসভার মেয়রের দায়িত্ব নিয়ে মানুষের সেবা করার সৌভাগ্য অর্জন করেছি। অর্জন করেছি অসংখ্য মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। তাই মানুষের সেবায় পৌরবাসীর সুখে-দুঃখে আজীবন পাশে থাকতে চাই। সভায় বক্তাগন বলেন মেয়র মোঃ হেলাল উদ্দিনের সময়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। শহরের প্রত্যেক এলাকাতেই বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। তাছারা তারঁ রয়েছে দুইবার পৌরসভার দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও পৌর প্রশাসন পরিচালনায় বিশ্বের বিভিন্ন আধুনিক দেশে সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহনের অভিজ্ঞতা। পৌরবাসীর সুখে-দুঃখে, বিপদে-আপদে তাঁকে সব সময় কাছে পাওয়া যায়। এসব কারনে আগামী নির্বাচনে তিনিই সবচেয়ে যোগ্য মেয়র প্রার্থী।

সভায় বক্তাগন ও উপস্থিত ব্যক্তিবর্গ মেয়র মোঃ হেলাল উদ্দিনের পক্ষে নিজেরদের সমর্থন জ্ঞাপন করেন এবং সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বক্তাগন একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় আগামী পৌর নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে পূনরায় জননেতা মেয়র মোঃ হেলাল উদ্দিনকে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মনোনয়ন করার দাবি জানান। এলাকার বিশিষ্ট ব্যক্তি ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান মলাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ এর পরিচালনায় মতবিনিম সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছাদেকুর রহমান শরীফ ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল বাশার, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, আওয়ামীলীগ নেতা হাজী নিজাম উদ্দিন, শ্রমিকনেতা হাজী জসিম উদ্দিন জামসেদ, মোঃ আব্দুল আওয়াল, মিজানুর রহমান তানিম, শাহজাহান সর্দার, রহমান সর্দার, সাবেক চেয়ারম্যান মোঃ মমিন মিয়া আতাউর রহমান আতা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, রুস্তম আলী ভুইয়া, শ্রমিক নেতা ফুল মিয়া ভুইয়া রফিকুল ইসলাম দুলাল, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, শহর আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন শরীফ, মোঃ সাচ্চু মিয়া, জিল্লু মিয়া, শাহজাহান মিয়া,সাজিদ মিয়া, মাশুকুল কবির, আবুল হাসেম, ছাত্রলীগ নেতা রিফাত রহমান শরীফ, মামুন মিয়া, নিরজ্ঞন ভৌমিক, গৌর বদ্ধ্য, দিলিপ বনিক, হোসাইন, মনির হোসেন, ইব্রাহমী, হানিফ মাস্টার, তাহমিনা আক্তার পান্না, আক্তারুজ্জামান, তোফাজ্জল হোসেন জীবন প্রমুখ।প্রেস রিলিজ






Shares