মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পরে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানসহ জেলা আওয়ামীলীগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। এ
ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে, দিনটি পালনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
« জেলা প্রশাসকের উদ্যোগে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ে নির্মিত হল শহীদ মিনার॥ খুশি শিক্ষার্থী ও এলাকাবাসী (পূর্বের সংবাদ)