ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মূলতবি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
গতকাল শনিবার সকাল ৯টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভার মূলতবি সভা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৬ সালের বাজেট উপস্থাপনা করা হয়। সভায় সকলের মতামতে কার্যবিবরণী ও বাজেট পাশ করা হয়। পরে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভাত্তোর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। তিনি লিখিত বক্তব্যে প্রেস ব্রিফিং এ উপস্থিত সকল সাংবাদিক ও ইউনিটের আজীবন সদস্যদের অবহিত করেন, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের বিগত নির্বাহী কমিটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবে বার্ষিক সাধারণ সভা ২০১৪ অনুষ্ঠানসহ কার্যনির্বাহী কমিটি গঠন বা নির্বাচন করতে না পারায় গত ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। বিগত এক বছরকাল দায়িত্ব পালন শেষে আমরা আহবায়ক কমিটি গত ৭ অক্টোবর ২০১৫ তারিখ অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি ২০১৫ সালের ৪ ডিসেম্বর সকাল ৯টার সময় সুর সম্রাট সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা যথাসময়ে এবং যথানিয়মে আহবান করা হয়েছিল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন ইউনিট সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রায় ১০ হাজার আজীবন সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্ধারিত আলোচ্য সূচী সম্মিলিত সাধারণ সভার নোটিশ বাহক মারফত প্রত্যায়িত ডাক মারফত এবং ৩ দিনব্যাপী মাইকিংসহ স্থানীয় সকল দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আজীবন সদস্যদেরকে অবহিত করা হয়েছিল। বার্ষিক সাধারণ সভার ২য় পর্বে অর্থাৎ নির্বাহী কমিটির (২০১৬- ২০১৮) তিনবছর মেয়াদী কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংস্থার বিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন কর্তৃক যথাসময়ে নির্বাচনী তফসিল ঘোষণা এবং তা যথা নিয়মে প্রচার ও প্রকাশ করা হয়েছিল। তফছিলের সময়সূচী মোতাবেক গত ১৫ নভেম্বর ২০১৫ নির্ধারিত তারিখে সহ সভাপতি পদে ৩টি, সেক্রেটারী পদে ২টি এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১টি মনোনয়নপত্র বিক্রয় করা হয়। গত ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মনোনয়ন দাখিলের নির্ধারিত সময়ে প্রতিটি পদে মাত্র ১টি করে মনোনয়নপত্র দাখিল হয়। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে সকল মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। ফলে সাধারণ সভার দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠানের আর প্রয়োজন হয় নাই। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় প্রতিদ্বন্ধিতামূলক নির্বাচন না থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাবলিগ জামাতের ইজতেমা উপলক্ষ্যে জুম্মার নামাজ আদায়ের জন্য বিপুল সংখ্যক আজীবন সদস্য ইজতেমা প্রাঙ্গণে চলে যান। তাই নির্ধারিত সময়ে সাধারণ সভার কোরাম অর্থাৎ হাজিরা খাতায় স্বাক্ষর না পাওয়ায় সাধারণ সভা মূলতবি করতে হয়। এই প্রসঙ্গে আপনাদেরকে সদয় অবহিত করছি, ১৯৮৬ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য সংখ্যা সাড়ে ৩ হাজার পার হওয়ার পর একমাত্র প্রতিদ্বন্ধিতামূলক নির্বাচন অনুষ্ঠান ছাড়া অদ্য পর্যন্ত আর কোন বার্ষিক সাধারণ সভায় কোরাম পূর্ণ হয় নাই। মূলতবিকৃত সাধারণ সভা ৫ ডিসেম্বর ২০১৫ তারিখে একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রথম পর্বে ২০১৫ সালের আহবায়ক কমিটির কার্যক্রম সম্মিলিত বার্ষিক প্রতিবেদন ২০১৬ সালের বার্ষিক প্রস্তাবিত বাজেট আলোচনান্তে অনুমোদন করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন কর্তৃক বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কমিটি সহসায় দায়িত্বভার গ্রহণ করবেন। বিনাপ্রতিদ্বন্ধিতায় নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্বে ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, কার্যকরী সদস্য এম. এইচ মাহবুব আলম, সাংবাদিক মোঃ শাহজাদা, মাসুকুল কবীর মাসুক, আশিকুর রহমান পাঠান, মোঃ সাফায়েত আলম প্রমুখ। তিনি এ সময় আরো বলেন, আমরা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ অর্ন্তবর্তীকালীন সময়ে অস্থায়ী দায়িত্ব পালন করেছি এবং দায়িত্বপালন কালিন সময়ে আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষা সহযোগিতা পেয়েছি। এই কারণে আমাদের বিদায় বেলায় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এই প্রেসব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি নব নির্বাচিত কমিটিকে অতীতের মত আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করার উদ্বাত্ত্ব আহবান জানিয়ে বক্তব্য শেষ করছি। প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের মধ্যে থেকে কয়েকজন বক্তা বিগত ২০১৩-২০১৪ সালের কমিটির বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন এবং তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চান। তার উত্তরে আল মামুন সরকার বলেন, আমাদের সময়কালটি ছিল অস্থায়ী তবে নব গঠিত কমিটি এ বিষয়ে বিষধ সিদ্ধান্ত নিতে পারবেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারী এডঃ মোঃ নাজমুল হোসেন, কার্যকরী সদস্য মোঃ মহসিন মিয়া, এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সাদেকুর রহমান শরিফ, আলহাজ্ব মোঃ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, আশিকুর রহমান সোহাগ, ইউনিট লেভেল অফিসার আব্দুল করিম, ইউনিটের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন, কমিশনার এস আর এম ওসমান গণি সজিব, মোঃ শাহ আলম সরকার প্রমুখ।প্রেস রিলিজ