Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা বাস সার্ভিস উদ্বোধন

+100%-

Brahmanbaria-Bus-Service-1-ডেস্ক ২৪:: শহরের ভাদুঘর পৌর বাসটার্মিনালে শুক্রবার সকালে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

02145

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের সুবিধার্থে রয়েল কোচের উদ্যোগকে স্বাগত জানিয়ে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী জানান, ‘রয়েল কোচ’ চালু করায় ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীরা সহজে কলকাতায় যাতায়াত করতে পারবেন।

এসব বাসের প্রতিটিতে ৩৪টি করে আসন থাকবে, ভাড়া এক হাজার ৬শ’ থেকে এক হাজার ৮শ’র মধ্যে থাকবে বলে জানিয়েছেন সংস্হাটির জেলা প্রতিনিধি। তিনি আরও জানান,  যাত্রাপথে ঢাকা থেকেও যাত্রী ওঠানো হবে। একইভাবে কলকাতা থেকে দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসবে।






Shares