Main Menu

বঙ্গবন্ধু-বাংলাদেশ-মুক্তিযুদ্ধ একই জিনিস :: মোকতাদির চৌধুরী এমপি

+100%-

mp_25816ডেস্ক ২৪:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ একই জিনিস। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় দেশের সকল মানুষকে একত্রিত করেছিলেন।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তনে আয়োজিত শিশু-কিশোর চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা মুজিব সেনা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মোকতাদির চৌধুরী বলেন, বাংলাদেশকে তৈরি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলকে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, আমাদের অনেক দৈন্যতা রয়েছে, সব দৈন্যতা কাটিয়ে আমরা এগিযে যাচ্ছি। আমাদের দারিদ্র্যতা হ্রাস পেয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। ২০২১ সালের মধ্যে আমাদের গড় আয় ২০০০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, তখন সত্যিকার অর্থে বাংলাদেশ মধ্যবিত্ত দেশ হবে। এরপর আর আমাদের কারো কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না।
জেলা মুজিব সেনার সভাপতি মো. শাহআলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিব সেনা বিজয়নগর শাখার সাধারণ সম্পাদক ইজাজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুজিব সেনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। সভা পরিচালনা সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পারভেজ।
পরে আলোচনা শেষে অতিথিবৃন্দরা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রতিযোগীতায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।






Shares