বিশেষ যৌথ অভিযান:: জঙ্গি/সন্ত্রাসী/অবৈধ অস্ত্রধারী/নাশকতাকারী/ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত আসামীসহ ৮৮জনকে গ্রেফতার
প্রেস রিলিজ:: গত ৯ই নভেম্বর ২০১৫খ্রিঃ দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার জঙ্গি/সন্ত্রাসী/অবৈধ অস্ত্রধারী/ নাশকতাকারী/ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত/মাদক ব্যবসায়ী/বিভিন্ন মামলার আসামীসহ অপরাধীর গ্রেফতারের লক্ষ্যে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা হতে ৩১জন, আশুগঞ্জ থানা হতে ১৭জন, সরাইল থানা হতে ১০জন, নাসিরনগর থানা হতে ০২জন, নবীনগর থানা হতে ০১জন, বাঞ্ছারামপুর হতে ০২জন, কসবা থানা হতে ১৯জন, আখাউড়া থানা হতে ০২জন, বিজয়নগর থানা হতে ০৪জনসহ সর্বমোট ৮৮জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এলাকায় ২০বোতল এসকফ, সরাইল থানা এলাকায় ১০০পিস ইয়াবা ট্যাবলেট, বাঞ্ছারামপুর থানা এলাকায় ১০ বোতল মদ, কসবা থানা এলাকায় ৮০কেজি গাঁজা, আখাউড়া থানা এলাকায় ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম জানান।