প্রত্যেক শিশুকেই ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন ।
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০১৫ টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এক এডভোকেসি সভা গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্তিত করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, সভা পরিচালনা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম.মোঃ রেজাউল করিম ভূইয়া। সভায় মেয়র বলেন ভিটামিন “এ” অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে পাশাপশি ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যপ্তিকাল ও জটিলটা কমায় এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়। আমাদের দেশে ভিটামিন “এ” এর অভাবজনিক সমস্যা প্রতিরোধে সরকারীভাবে প্রতিবছর দুইবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে থাকে। আমাদের ভবিষ্যত প্রজন্মের শিশুদের জীবনের নিরাপত্তার জন্য প্রত্যেক শিশুকেই এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। মেয়র সমাজের সকলকেই এই টিকাদান কর্মসূচি সফল করতে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান। সভায় পৌর এলকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও টিএলসিসির সদস্যগণ ও এনজিও কর্মীগন এই সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ১৪ নভেম্বর ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নিল রঙের ভিটামিন “এ” এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর এলকার ৮টি স্থায়ী ও ২৪টি অস্থায়ী টিকা কেন্দ্রে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নার্স, পৌর টিকাদান কর্মী, এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে করবেন। প্রেস রিলিজ