Main Menu

বর্তমানে পৌরসভাতে উন্নয়নের জোয়ার চলেছে। উন্নয়নের এই জোয়ারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে- মেয়র মোঃ হেলাল উদ্দিন। ।

+100%-

20151108_215824ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন একটি প্রায় চার বছর আগে অর্থনৈতিক ভাবে বিপর্যস্থ, ঋণগ্রস্থ, ভাঙ্গা রাস্তা-ড্রেন ও উন্নয়ন বঞ্চিত একটি পৌরসভার, উন্নয়নের দায়িত্ব নিয়েছিলাম । দায়িত্ব নিয়ে নানান প্রতিকুলতার মধ্যে রিএসেসম্যন্ট সম্পন্ন করেছি, সাবেক পৌর পরিষদের ঋণ পরিশোধ করেছি। একটি পরিকল্পপিত নগরী গড়ার লক্ষ নিয়ে মাস্টারপ্লান করে ধারাবাহিক ভাবে বিভিন্ন উন্নয়ন কাজ বাবস্তবায়ন করার ফলে আপনাদের প্রিয় পৌরসভা আজ বাসযোগ্য নগরীতে পরিনত হয়েছে।

মেয়র গতকাল রোববার রাতে সরকারপাড়া/ব্যাপারীপাড়ার এলকাবাসীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন বর্তমানে পৌরসভাতে উন্নয়নের জোয়ার চলেছে। উন্নয়নের এই জোয়ারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাই আগামী নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইয়ে পৌরবাসীকে সঠিক সিধান্ত নিতে হবে। এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ রফিক উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগ নেতা মোঃ আবিদুর রহমান দেওয়ান, চেম্বার পরিচালক মোঃ কামাল উদ্দিন, সাপ্তাহিক ভিউ এর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, শ্রমিক নেতা আলাউদ্দিন আলাল, সামছু মিয়া, হাজী ফারুক মিয়া, মোঃ আয়েত আলী, মোঃ আবু তাহের, মোঃ মোবারক হোসেন, বিডিআর নাছির উদ্দিন, মোঃ মনির হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ সেলিম, যুবলীগ নেতা শরিফুল হক তৌছির, ছাত্র নেতা শাহাদত হোসেন শোভন, একে বাবু প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন মোঃ মাজহারুল হুদা।প্রেস রিলিজ






Shares