ইউপি নির্বাচন:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১০ জন বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন
ডেস্ক ২৪ঃঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির দশজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। শনিবার নির্বাচন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
তারা হলেন:: বুধল ইউনিয়নে এ কে এম নূরুল হাসান আলম, সুহিলপুর ইউনিয়নে মো. মোবারক মুন্সী, নাটাই উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী আবুল কাশেম, নাটাই দক্ষিন ইউনিয়নে মো. নাজিম উদ্দিন, সাদেকপুর ইউনিয়নে মো. জহিরুল ইসলাম চৌধুরী, তালশহর পূর্ব ইউনিয়নে মো. নজরুল ইসলাম, রামরাইল ইউনিয়নে মো. সাদেকুর রহমান, সুলতানপুর ইউনিয়নে শেখ মো. মহসিন, মাছিহাতা ইউনিয়নে মো. সাব্বির আহমেদ খান, বাসুদেব ইউনিয়নে মো. লিয়াকত আলী।
মজলিশপুর ইউনিয়নের মো: কামরুল হাসান একমাত্র ব্যতিক্রম। বেল পৌনে চারটায় উনি এ প্রতিবেদক-কে জানান, আল্লাহর রহমতে আমি নির্বাচনে আছি।
নির্বাচন বর্জনকারীদের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি, প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ ও কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোন প্রতিকার পাওয়া যায়নি।