ভারতীয় সেনার গুলিতে নিহত ৮ পাক সেনা
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কাথুয়া সেক্টরে অনুপ্রবেশ কালে ভারতীয় জওয়ানদের গুলিতে নিহত হল আট পাক রেঞ্জার৷শুক্রবার ভর সন্ধ্যায় একদল পাক সেনা কাশ্মীর সীমানা অতিক্রম করার চেষ্টা করছিল৷ সদা সতর্ক ভারতীয় সেনা জওয়ানরা দেখতে পেয়ে প্রতিরোধ করে৷ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে পাক সেনারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে৷পাল্টা জবাব দিতেই ভারতীয় সেনার গুলিতে আট পাক সেনার মৃত্যু হয়েছে৷মৃতদের মধ্যে একজন জঙ্গিও আছে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, কাথুয়া সেক্টরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা টহল দেয়ার সময় পাক জওয়ানদের লক্ষ্য করে৷ তখনই তাদের উপর গুলিবর্ষণ শুরু করেছিল জওয়ানরা৷বিএসএফ সূত্রে খবর, পাক সেনাদের সঙ্গে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক মদতপুষ্ট জঙ্গিরাও৷ভারতীয় জওয়ানদের প্রতিরোধ পেয়েই গুলি শুরু করে তারা৷পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও৷
উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে সীমান্তে নিরাপত্তা কঠোর করেছে বিএসএফ৷কিছুদিন আগেই ছয় পাক অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল সেনাএমনকি দু’দিন হল বারামুলা শহরে বাড়ি বাড়ি ঘুরে তল্লাশি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা ও কাশ্মীর পুলিশ৷তাদের কাছে খবর রয়েছে যে, দুই পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করেছে বারামুলায়৷এমনকি সীমান্তে ভারতীয় সেনাকে লক্ষ্য করে টানা ১২৪০ ঘণ্টা গুলি চালাচ্ছে পাক সেনারা৷ তাদের অন্যতম লক্ষ্য হল ভারতীয় জওয়ানদের অন্যত্র ব্যস্ত রেখে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করা৷এছাড়া শুক্রবার সকালে পাক সেনার গুলিতে গুরুতর জখম হয়েছেন এক ভারতীয় জওয়ান গুরনাম সিং৷ জানা গিয়েছে, জম্মুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে৷