বিজয়নগরে গাজায় ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল




এ সময় বক্তারা বলেন, ব্যভিচার ইসরাইল সন্ত্রাসীরা নিরীহ ফিলিস্তিনিদের হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বর্বরোচিত হামলা চালিয়ে নির্মম হত্যা কান্ড চালাচ্ছে ও নিজ ভূমি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে।অবুঝ শিশু সহ নারীরা তাদের আক্রমণের স্বীকার হচ্ছে। তারা এর প্রতিবাদ করে বলেন, আল আকসা মুসলমানের প্রথম কেবলা। আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। আল আকসা মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরায়েল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরায়েলকে সহায়তা করছে পশ্চিমা গোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। অনতিবিলম্বে এই হত্যাকান্ড বন্ধ করার আহ্বান জানান। এমন হত্যাকান্ড মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
« নবীনগরে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: প্রতীক বরাদ্দ পেলেন ৫ প্রার্থী »