১৫ জুন বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল-মামুন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২১ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস জানান, বাঞ্ছারামপুর পৌরসভার নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে তাদের ভেটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে তফসিল ঘোষণার খবরে বাঞ্ছারামপুর পৌরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে নির্বাচনে সম্ভ্যাব্য প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সাথে স্থানীয়দের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। ১৫ জুন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোটাররা তাদের প্রথম মেয়র নির্বাচিত করবেন।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ৬ জুন ১৬.৯০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বাঞ্ছারামপুর পৌরসভা গঠিত হয়।