Main Menu

“বঙ্গবন্ধু কন্যা কোন অবস্থাতেই অনির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না” মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

+100%-

সালমা আহমেদ : “বঙ্গবন্ধু কন্যা কোন অবস্থাতেই অনির্বাচিত হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না- জাতীয় মৎস্য সপ্তাহ-১৩এর সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক জনাকীর্ণ মৎস্যচাষী,জেলে-প্রান্তিকচাষীসহ ঋৎসুক জনতার মুহুমহু করতালির মাঝে বাঞ্ছারামপুরের সেরা মৎস্যচাষীদেও মাঝে পুরষ্কার বিতরনকালে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বিরোধী দলের তত্বাবধায়ক সরকার ইস্যূতে এমন মন্তব্য করেন।গাজীপুরের আসনকে আ.লীগের ঘাটি এবং ঐ খানে আ.লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেই,-এমন মন্তব্য কওে তাজুল ইসলাম আরো বলেন শেখ হাসিনা ১/১১ এর পর জরাজীর্ণ এক বাংলাদেশকে টেনে তুলে সারাবিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।অনিবার্চিত সরকার দেশ ও দশের রক্তচুষে নিতে জানে,রক্ত বৃদ্ধি করতে জানে না।‘‘মাছে মাছে ভরবো দেশ,গড়বো সেনার বাংলাদেশ”-শ্লোগানকে সামনে রেখে তিনি বলেন,-‘আজ দেশে মাছের ঘাটতি কমাতে সরকার নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করছেন।দেশের মাছের ঘাটতি মিটিয়ে ভারতসহ ইউরুপে মাছ রপ্তানী করা হচ্ছে’।বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সমপানী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউপি’র ৫বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ৭ দফা জাতীয় ও স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে অবদান রাখায় বিভিন্ন সময় পুরষ্কৃত বসুন্ধরা ফাউন্ডেশনের স্থানীয় পরিচালক আ.গণি তালুকদারের ছেলে মো.আনোয়ারুল কবীর তালুকদার পিন্টু মোট ৩জন সেরা মৎস্যচাষীদের মধ্যে একজন হয়ে প্রতিমন্ত্রীর হাত থেকে সেরা মৎস্যচাষীর পুরষ্কার গ্রহন করেন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আ.লীগের সা.সম্পাদক নুরুল ইসলাম,সদও ইউপি চেয়ারম্যান হযরত আলী,রিপোর্টার্স ইউন্যিটিরি সভাপতি আদিত্য ফয়সল,আ.লীগ নেতা এম.এ আউয়াল ও উপজেলা মৎস্য কর্মকর্তা আ.রাজ্জাক প্রমূখ।






Shares