Main Menu

বাঞ্ছারামপুরে জিয়ার মৃত্যুবার্ষিকীতে মাহফিল, ছাত্রদল নেতার করোনা শনাক্ত, ৪০ নেতাকর্মী কোয়ারেন্টাইনে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের এক নেতার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ আসে বাঞ্ছারামপুর সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিটি জগরারচর গ্রামের আবু রায়হানের।

তিনি গত ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের এক কফি হাউজে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অর্ধশতাধিক বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবু রায়হানের সংস্পর্শে আসা ৪০ জন নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রদলের আবু রায়হান মিলাদ মাহফিলে অংশ নেয়। সেখানে আমিসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সে করোনায় আক্রান্ত এটা আমরা কেউ জানতাম না, এমনকি সে যে করোনার নমুনা দিয়েছে তাও আমাদের জানায়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, উপজেলায় মঙ্গলবার নতুন পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে ছাত্রদলের এক নেতা রয়েছেন। তার সংস্পর্শে আসা ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে, বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






Shares