Tuesday, March 18th, 2025
ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি

ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৭৫ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ফরহাদ ভূইয়া এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খোঁজ নিয়ে জানা যায়, মোঃ ইকবাল হোসেনের সাধারণ সম্পাদকের দায়িত্বকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতিতে সিডিবি নামের একটি প্রজেক্ট আসে। তৎকালীন সময়ে রোগ নির্ণয়ের সেই প্রজেক্ট থেকে বরাদ্দকৃত ৩০ লক্ষ ৪৩ হাজার টাকার আত্মসাতের অভিযোগ তুলে গত বছরের ১২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন।বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় সর্বনিম্ন ফিতরা ৮০ টাকা নির্ধারণ

ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ২ কেজি আটা অথবা এর সমমূল্য ৮০ টাকা সর্বোচ্চ ২৮০৫ টাকা সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহাদ্দিস ও জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সিবগাতুল্লা নূর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া গত শুক্রবার জেলা জামে মসজিদে জুমাপূর্ব বয়ানে তিনি যাকাত ও ফেতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামি শরিয়াহ মতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলো দ্বারা ফিতরা দেওয়া। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে ২ কেজির বাজার মূল্য ৮০ টাকা প্রদান করতে হবে।বিস্তারিত