Main Menu

Wednesday, March 5th, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনীবিস্তারিত


আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া নামের এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। তসিব এই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে। মোগড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনিসহ স্থানীয়রা জানান, সবার অলক্ষ্যে তসিব বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দুপুরে শিশুর লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, দেখে ফেলায় শ্যালিকাকেও খুন

কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার আমির হোসেন (২৮)। জবানবন্দিতে তিনি জানিয়েছেন, স্ত্রী জ্যোতি আক্তারের সঙ্গে অন্য ব্যক্তির প্রেমের সম্পর্ক চলছে—এমন সন্দেহের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। বুধবার (০৫ মার্চ) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) আসমা জাহান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস। আমিরের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামে। সোমবার ভোররাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর পালিয়ে যান আমির।বিস্তারিত