Sunday, March 2nd, 2025
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংকটে ফের ইউরিয়া উৎপাদন বন্ধ

গ্যাসের সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়ার উৎপাদন। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বছরের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন-দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিলড ইউরিয়া সার উৎপাদনকারী এ কারখানাটি। এর আগে, গেল বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ থাকে কারখানায়। পরবর্তীতে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সকল ধাপ অতিক্রমবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে জেলা শহরের কান্দিপাড়া বাবুর বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কান্দিপাড়া মাইমল হাটির মোঃ রিগ্যান পাঠান-(৩৫), একই এলাকার সানজু রাজ-(২২), শহরের কাজীপাড়া দরগাহ মহল্লার মোঃ সায়েম-(২০) ও কাউতলী এলাকার তুষার মিয়া-(১৯)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা শহরের চিহ্নিত ছিনতাকারী। গ্রেপ্তারকৃত রিগ্যান পাঠানের বিরুদ্ধে সদর মডেল থানায় ৯টি মামলা এবং অন্য তিন জনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সন্ধ্যার দিকেবিস্তারিত