Main Menu

Friday, February 28th, 2025

 

যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলপথে বিশেষ ট্রেন চালু, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, আসনসংখ্যা বৃদ্ধি ও কালোবাজারি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আখাউড়া স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এসব দাবিতে আন্দোলন করে আসছে। এবার জেলা সদরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে আন্দোলনে নামেন। বিক্ষোভকারীরা জানান, দেশেরবিস্তারিত