Main Menu

Friday, February 14th, 2025

 

আখাউড়ায় মাকে খুন করল ছেলে

আখাউড়ায় এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান। নিহত নাসিমা আক্তার (৫৫) আনন্দপুর গ্রামের মিজান মিয়ার স্ত্রী। নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। দক্ষিণ ইউনিয়নের সদস্য মুসা মিয়া বলেন, “নাসিমার স্বামী শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানায় স্ত্রীর লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়ামই তার মাকে হত্যাবিস্তারিত


সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি

 মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া  সরাইল উপজেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় সরাইল প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে উপদেষ্টা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনকে যুগ্ম আহবায়ক (১) ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিকবিস্তারিত