Main Menu

Wednesday, February 12th, 2025

 

অপারেশন ডেভিল হান্ট: আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে আখাউড়া পৌর যুবলীগের সদস্য মো. তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। এর আগে, মঙ্গলবার রাতে পৌরসভার নারায়াণপুর এলাকার নিজ বাসা থেকে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন পৌরসভার ৬নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকার মৃত মো. সাফি মিয়ার ছেলে। বিজ্ঞাপন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। ওই যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকবিস্তারিত


নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিনা আক্তার। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ আরো অনেকে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি একই গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সাইদুল ইসলাম গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া বিষ্ফোরক মামলার আসামি। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

১২ ফেব্রুয়ারী বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় ” জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত” শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ হোসেন ড্রাইভারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম শাহেদ, সহ-সাধারন সম্পাদক ফরিদ মিয়া, ক্রীড়া সম্পাদক এনাম, সদস্য ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক এনায়েতুল্লাহ ইমন, সাবেক সাধারন সম্পাদক আনিস, জাহাঙ্গীর আলম, সাবেক ক্যাশিয়ারবিস্তারিত