Main Menu

Tuesday, January 21st, 2025

 

কসবায় গনঅভ্যুত্থানে গুলিতে আহত আল আমিনের পাশে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন

কসবা প্রতিনিধি।  জুলাইয়ের গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে কর্মক্ষমতা হারানো কসবার আল আমিনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন।  আল আমিনের কর্মসংস্থানের জন্য একটি সেলুন খোলে দেয়ার ব্যবস্থা করলেন সংগঠনের নেতৃবৃন্দ। এই সংগঠনের সাথে সহমর্মিতা প্রকাশ করে  মানবিক সহায়তায় অংশ গ্রহন করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। এ উপলক্ষে সোমবার বিকেলে কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামে আহত আল আমিনের বাড়িতে মিলাদ ও অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। এসময় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মানবিক মানুষ আশফাতুল হোসেনবিস্তারিত