Main Menu

Sunday, December 15th, 2024

 

তাহেরিকে গ্রেপ্তার অভিযানে পুলিশের গাড়ি ভাঙচুর, ৬ পুলিশ আহত

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে তার ভক্তদের দ্বারা হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরির ভক্তদের হামলায় পুলিশের ৬ জন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে তারা। জানা যায়, বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান তাহেরি। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপর পুলিশবিস্তারিত


সমৃদ্ধ নবীনগর গড়ার লক্ষ্যে সাঈদের ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হল সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন। এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার। মতবিনিময়কালে তিনি কীভাবে এসব বাস্তবায়ন করবেন, সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চানবিস্তারিত