Main Menu

Sunday, June 21st, 2015

 

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ,লোডশেডিং,যানজট নিরসন, টিকেট কালোবাজারী রোধ করতে জেলা নাগরিক ফোরামের আহবান

চলতি রমজানে মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ,সেহেরী ও ইফতারের সময় লোডশেডিং না দেওয়া, যানজট নিরসনে দিনের বেলায় শহরে ভারি যানবাহন ঢুকতে না দেওয়া এবং রেল ষ্টেশনে টিকেট কালোবাজারি রোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন জেলা নাগরিক ফোরাম। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আর্চায ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত উক্ত আহবান জানিয়ে বলেন মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সাধারন মানুষ যেন ভোগন্তির শিকার না হয় সে দিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।


১৬০ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার:: ০১টি পিকআপ ভ্যান গাড়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র থানার এসআই/ইশতিয়াক আহমেদ ও এএসআই/কানাই লাল চক্রবর্তী সঙ্গীয় কং/১০১১ মিজানুর রহমান, কং/৯১১ সাহিদুল ইসলাম, কং/১০৯০ কৃষ্ণ চাকমা সহ গতকাল সন্ধ্যা ১৯.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী # সবুজ মিয়া (২০), পিতা-সিরাজুল হক, সাং-লস্করপুর, থানা ও জেলা-হবিগঞ্জকে অত্র থানাধীন ধানসার গ্রামের ফরিদ মিয়া, পিতা-মৃত আঃ রহমান এর বাড়ির পশ্চিম পার্শ্বে কাচা রাস্তার উপর থেকে আসামী সবুজ এর চালিত ০১টি ছাই রংয়ের পিকআপ ভ্যান গাড়ী যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৮-১৯২৪ এর মধ্যে হতে ১৬০(একশত ষাট) কেজি অবৈধবিস্তারিত


জেলা গোয়েন্দা শাখার বিশেষ সাফল্য:: কুখ্যাত ডাকাত আজিজুর রহমান প্রকাশ আইজ্যা ডাকাত আটক

গত ২১ জুন ২০১৫খ্রিঃ বিকাল ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন পীরবাড়ী হতে ডাকাত আজিজুর রহমান প্রকাশ আইজ্যা ডাকাত (৩০) পিতা-রইদ মিয়া সাং-সূর্যকান্দি জাহাঙ্গীর পাড়া থানা-সরাইল জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আজিজ ১। সরাইল থানার মামলা নং-৫৯(০৫)১৪ ধারা-৩৯৪ পিসি, ২। মামলা নং-১৬(০৪)১৪ ধারা-৩৯৯/৪০২ পিসি, ৩। মামলা নং-৬১(৫)১৪ ধারা-৩৯৫/৩৯৭ পিসি, ৪। মামলা নং-৪০(০৪)১৩ ধারা-৩৪১/৩৭৯/৩০৭/৩২৪/৩২৬/৩৪ পিসি, ৫। মামলা নং-০৪(০৫)১৪ ধারা-৩৯৯/৪০২ পিসি, ৬। মামলা নং-৫৫(১১)১৩ ধারা-৩৯৯/৪০২ পিসি’র এজাহারনামীয় আসামী।