Main Menu

Friday, May 15th, 2015

 

কসবায় তুচ্ছ ঘটনার জের :: সাবেক পৌর প্রশাসকের স্ত্রী-সন্তান আহত

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার সাবেক পৌর প্রশাসক ও বগাবাড়ি গ্রামের মরহুম রফিকুল হক ভুইয়ার  স্ত্রী  ও কন্যাকে গত বৃহম্পতিবার  বিকালে বসতবাড়ি ও জায়গা জমির জের ধরে প্রতিবেশী নিজাম উদ্দিন গংদের হাতে আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।  ঐদিন বিকালে কসবা থানার পুলিশ সংবাদ পেয়ে মা মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেন। এই দিকে হাসপাতালের   কতব্যরত ডাক্তার দুইজনের অবস্থা অবনতি দেথে কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে হাসপাতাল জরুরি বিভাগ সূত্রে প্রকাশ। কসবা থানা অফিসার ইনচাজ(ওসি) মোঃগোলাম মোর্সেদ জানান,আহত মোছাঃ আঞ্জমান আরাবিস্তারিত


কসবায় তুচ্ছ ঘটনার জের :: সাবেক পৌর প্রশাসকের স্ত্রী-সন্তান আহত

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার সাবেক পৌর প্রশাসক ও বগাবাড়ি গ্রামের মরহুম রফিকুল হক ভুইয়ার  স্ত্রী  ও কন্যাকে গত বৃহম্পতিবার  বিকালে বসতবাড়ি ও জায়গা জমির জের ধরে প্রতিবেশী নিজাম উদ্দিন গংদের হাতে আহত হওয়ার সংবাদ পাওয়া যায়।  ঐদিন বিকালে কসবা থানার পুলিশ সংবাদ পেয়ে মা মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেন। এই দিকে হাসপাতালের   কতব্যরত ডাক্তার দুইজনের অবস্থা অবনতি দেথে কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে হাসপাতাল জরুরি বিভাগ সূত্রে প্রকাশ। কসবা থানা অফিসার ইনচাজ(ওসি) মোঃগোলাম মোর্সেদ জানান,আহত মোছাঃ আঞ্জমান আরাবিস্তারিত


বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া আজম’র মূত্যুতে শিউলী আজাদ’র শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. আলী আজম ভূইয়ার স্ত্রী ও মহিয়সী নারী মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আম্বিয়া আজম’র মূত্যুতে গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন শহীদ ইকবাল আজাদ’র সহধর্মীনি আওয়ামীলীগ নেত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। এক শোক বার্তায় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিউলী আজাদ বলেন মহিয়সী নারী আম্বিয়া আজম আমাদের নারীদের আর্দশের প্রতিক। তিনি একজন নারী হয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা আমাদের এই প্রজন্ম’র নারীদের অনুপ্রেরণার স্থান। মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা এ জাতি চিরদিন মনেবিস্তারিত