Wednesday, March 4th, 2015
আশুগঞ্জে দুই মাসে এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি ফেরত পায়নি ১০৫ শিক্ষার্থী
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2015/03/ssc fee.jpg?resize=350%2C175)
আশুগঞ্জ প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র দুই মাসেও এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি ফেরত পায়নি ১০৫ শিক্ষার্থী। অতিরিক্ত ফি প্রদান করতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ি ফেব্রুয়রি মাসের শুরুতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র পরিক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পত্র ৩ দিনে মধ্যে দেওয়ার পরও আজ ও টাকা ফেরত পায়নি এসএসসি পরীক্ষার্থীরা। জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে এবার চলতি বছরে ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। বোর্ড নির্ধারিত ফি উপক্ষো করে বিদ্যালয়টি প্রতিজন এসএসসি পরীক্ষার্থীদের কাছ প্রতি অতিরিক্ত ফি হিসাবে ৩/৪ হাজার টাকাবিস্তারিত