Friday, February 27th, 2015
সরাইলে জাল রসিদে দলিল:: পালিয়েছে সাব রেজিষ্ট্রার
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রসিদে হেবা দলিল রেজিষ্ট্রি করেছেন সাব-রেজিষ্ট্রার। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে অবৈধ এ কাজটি করেছেন সাব-রেজিষ্ট্রার অভিযোগ আবদুর রশিদের। আদালতে বিচারাধীন ওই জায়গার দলিল সম্পাদনের সময় স্বশরীরে হাজির হয়ে বাঁধা দেন ইউএনও মোহাম্মদ এমরান হোসেন। প্রথমে ক্ষুদ্ধ হলেও পরে দ্রুত দফতর থেকে পালিয়ে যান উপজেলা সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ। এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন রশিদ। নির্বাহী কর্মকর্তার দফতর ও অভিযোগ পত্র সূত্রে জানা যায়, উপজেলার চুন্টা মৌজার সেঃ মেঃ ২১৮৮ দাগ হালে ৪৯৭৪ দাগেরবিস্তারিত
সরাইলে জাল রসিদে দলিল:: পালিয়েছে সাব রেজিষ্ট্রার
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি উন্নয়ন কর পরিশোধের জাল রসিদে হেবা দলিল রেজিষ্ট্রি করেছেন সাব-রেজিষ্ট্রার। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে অবৈধ এ কাজটি করেছেন সাব-রেজিষ্ট্রার অভিযোগ আবদুর রশিদের। আদালতে বিচারাধীন ওই জায়গার দলিল সম্পাদনের সময় স্বশরীরে হাজির হয়ে বাঁধা দেন ইউএনও মোহাম্মদ এমরান হোসেন। প্রথমে ক্ষুদ্ধ হলেও পরে দ্রুত দফতর থেকে পালিয়ে যান উপজেলা সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ। এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন রশিদ। নির্বাহী কর্মকর্তার দফতর ও অভিযোগ পত্র সূত্রে জানা যায়, উপজেলার চুন্টা মৌজার সেঃ মেঃ ২১৮৮ দাগ হালে ৪৯৭৪ দাগেরবিস্তারিত