Main Menu

Tuesday, February 17th, 2015

 

গোপনে দরপত্র আহবান :: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের জায়গা বন্দোবস্ত

ডেস্ক ২৪:: গোপনে ভাগাভাগি হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার খালপাড়ের ১৬০ ফুট জায়গা। প্রতি শতক জায়গার মূল্য ৫০ থেকে ৭০ লাখ টাকা। নামমাত্র ১ লাখ টাকার সেলামীর বিপরীতে ৮০ বর্গফুটের একেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ মালিকানাধীন ওই জায়গাটি একসনা বন্দোবস্ত পেয়েছেন জেলা পরিষদ প্রশাসক’র নিকটাত্মীয়, আ’লীগের একাধিক নেতা ও পরিষদের কর্মচারী। এদিকে খালপাড়ে একমাত্র রাস্তার পাশের ওই জায়গাটি বন্দোবস্ত দেয়ায় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে এবং তীব্র যানজটের সৃষ্টি হবে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আপত্তি জানানো হয়। বাণিজ্যিক এলাকার ওই জায়গাটি পন্য উঠা-নামা, ট্রাক পার্কিংয়ের জন্যে বর্তমানে ব্যবহৃতবিস্তারিত