Main Menu

***** পহেলা বৈশাখ ****** মোহাম্মদ রফিকুল ইসলাম।

+100%-
আজ পহেলা বৈশাখে
উৎসব মুখর বাংলা আমার
বিনোদন পার্ক সহ সারা বাংলায়
রংধনুর রং অঙ্গে মেখে।
একই গান সকলার কন্ঠে
পথ,ঘাট,রেস্তুরা অবকাশে
শুভ নববর্ষ,শুভ নববর্ষ
বলে বেড়ায় যেন চোখে মুখে।
আজ নিল বিদায় ১৪২৩ বঙ্গাব্দ
অতীত দুঃখ বেদনা করে জব্দ
অপসংস্কৃতি ভুলে বাঙালীরা আজ
নিজস্ব সংস্কৃতিতে ফিরল এই বৈশাখে।
আজ যেন এল আমার সবুজ বাংলায়
বাঙালী জাতির চিরচেনা জাতীয় উৎসব
সাদা-লাল-সবুজ রঙ্গে রাঙ্গায়িত হয়ে
হেসে খেলে বেড়াই যুবক-যুবতি হাসি মুখে।
আজ এই আনন্দ ক্ষনে আমারা সবাই
করিতে পারবনা এই প্রতিজ্ঞা পণ
অপসংস্কৃতি দুরে,বহু দুরে নিক্ষেপ করে
নিজস্ব সংস্কৃতিতে বাংলাকে রাখিব সুখে।





0
0Shares