Main Menu

চেতনায় তিতাস :: এ কে সরকার শাওন

+100%-
তিতাস মানে বহতা নদী
তিতাস ঢেউয়ের ঝলক!
তিতাস পাড়ে বি-বাড়িয়া
সংস্কৃতির বিশ্বলোক!
তিতাস হলো গ্যাসের রাজা
তিতাস পলি মাটি!
তিতাস তীরে সুখ-সমৃদ্ধি
বীর বীরত্বের ঘাটি!
তিতাস যেন রূপকথার
মন ভোলানো গ্রাম!
নদীর তীরে ছায়া কুঞ্জে
হাজার ধীমানের ধাম!
তিতাসের চির উল্লাস
কল্প-কবিতা-গান!
তিতাসে বয় সুর লহরী
জুড়ায় সবার প্রাণ!
তিতাস পাড়ের ছেলে আমি
তিতাস অহংকার!
তাঁর টানেই ছুটে আসি
আমরা বারংবার!
তিতাস আমার জন্মভূমি
তিতাস আমার মা!
তার উপরে আঘাত আসলে
সহজ সরল থাকবো না!
তিতাস পাড়ে ময়লার স্তুপ
ছিঃ ছিঃ এ কি রূপ!
এ রূপ দেখে ধীমানেরা
আজো কেন চুপ!
তিতাস নিয়ে ছাড় নাই,
হাত বাড়াও ভাই জান!
যে যেথায় যেমন আছো
চেতনায় দাও শান!
অসৎ, হার্মাদ, দস্যুরা শোন,
দৃঢ় প্রত্যয়ে বলে যাই!
তিতাস পাড়ে কোন দস্যুদের
এ বাংলায় হবে না ঠাঁই!
কবিতাঃ চেতনায় তিতাস
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা!
১৯ জুলাই ২০২০





Shares