ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতর উদযাপিত
ডেস্ক ২৪:: বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সকাল ৮টায় ঈদ-উল ফিতরের প্রধান জামাত শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমদাদুল বারী, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ। নামাজে ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া ম্রাদ্রাসার মুহাদ্দেস মাওলানা শামসুল হক।
এছাড়া শহরের লোকনাথ উদ্যানে জামে মসজিদে ঈদুল ফিতরের দুটি পৃথক জামাত, সদর হাসপাতাল জামে মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ মাঠ, মদিনা মসজিদ, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী ঈদগাহ ময়দান, সদর উপজেলা জামে মসজিদ, কালীসীমা ঈদগাহ মাঠসহ বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় । ঈদের দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র ভ্রাতৃত্ব কামনা করে মোনাজাত করা হয়।