ঈদের আনন্দে নাচানাচি করতে গিয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর সংলগ্ন তিতাস নদীতে নৌকা থেকে পড়ে এহসান (১২) নামে এক কিশোর মারা গেছে।শনিবার বিকেল সাড়ে পাচটার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর এহসান উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মধ্যপাড়ার সুলতান মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ঈদ আনন্দ উপভোগ করতে বগডহর গ্রামের একদল কিশোর-যুবক নৌকায় লাউড স্পিকারে গান লাগিয়ে তিতাস নদীতে ঘুরতে বের হয়। উপজেলা সদর সংলগ্ন এলাকায় আসলে অন্য একটি ইঞ্জিনচালিত নৌকা তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নাচতে থাকা ওই কিশোর পানিতে পড়ে ইঞ্জিনের পাখার আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করতে বগডহর গ্রামে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
« ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে অরাজনৈতিক সংগঠন “সোচ্চারের” আত্মপ্রকাশ অনুষ্ঠান »