Main Menu

ঈদে কিরণমালা জামা না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

+100%-

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ঈদে কিরণমালা জামা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কুন্ডায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিনা (১২) নামের এক কিশোরী। তানজিনা কুন্ডা ইউনিয়নের মধ্যপাড়ার মালেশিয়া প্রবাসি আবদুল হাসিমের মেয়ে। সে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেনীর ছাত্রী। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তানজিনার মা সুলেখা বেগম জানায়,৩ কন্যা সন্তানের মধ্যে ছোট মেয়ে তানজিনা আজ সকালে মায়ের কাছে বায়না ধরে এখনি ঈদে কিরণমালা জামা দেয়ার জন্য। মা সুলেখা বেগম বিকালে জামা দিবে বললে অবুঝ কিশোরী তানজিনা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। বাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ দেখে দরজা ভেঙ্গে তানজিনাকে ফাঁস থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কুন্ডা ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খান ও প্রধান শিক্ষক শহিদুল হক  আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন।







Shares