আখাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে:: নিহত ৩, নিখোঁজ ৩
ডেস্ক ২৪::আখাউড়ায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা খাদে পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার নূরপুর ও নারায়ণপুরের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন যাত্রী নিখোজ রয়েছেন। তবে এখনো র্পযন্ত নিহত ও নিখোজদের নাম-পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আখাউড়া চেক পোস্টের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি নূরপুর ও নারায়ণপুরের মাঝামাঝি স্থানে সিএনজি অটোরিকশাটিকে পেছন দিক থেকে অপর একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।
এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজি অটোরিকশাটি পার্শ্ববর্তী কালন্দি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরো তিন যাত্রী নিখোজ রয়েছেন বলে জানা গেছে। নিহতদের লাশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।