বাঞ্ছারামপুর পৌর সভায় আ.লীগ সমর্থিত প্রার্থীর জয়
ডেস্ক ২৪::বাঞ্ছারামপুর পৌর সভায় বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খলিলুর রহমান টিপু। তিনি জগ প্রতীকে পেয়েছেন ৫২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ তোফাজ্জল হোসেন কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৪৬০০ ভোট।
সোমবার ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমান বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ভোটারের প্রায় ৬০% ভোটার তাদের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। ভোটার সংখ্যা ছিল
১৭ হাজার ৪৬৬ জন।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয় নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম নির্বাচনের ভোটগ্রহণ।
নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
« গুণী ব্যক্তিদের জীবন ও কর্ম অনুসরণ করে অন্যদের কেও সমাজ সেবায় এগিয়ে আসতে হবে-. মোকতাদির চৌধুরী এমপি (পূর্বের সংবাদ)