Main Menu

বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম ভোটগ্রহণ চলছে

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৩ মে। বাঞ্ছারামপুর পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৪৬৬ জন। এ পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৯টি। সব কয়টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে প্রশাসন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার সোমেন বিশ্বাস জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব ও পুলিশের বিভিন্ন টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।






Shares