বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০
ডেস্ক ২৪::বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঞ্ছারামপুর উপজেলার দড়িদৌলত ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার সাথে একই গ্রামের মাহফুজুর রহমানের লঞ্চঘাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার দুপুর মাহফুজুর রহমানের এক আত্মীয়ের সাথে লঞ্চের ভাড়া নিয়ে লঞ্চের লোকজনের সাথে বাক্বিতন্ডা হয়। এ ঘটানায় মাহফুজ রহমানের সর্মথকরা শাহীন মিয়ার সমর্থকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
« বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০ (পূর্বের সংবাদ)