ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা থেকে::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে পিংকি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের আকসিনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পিংকি ওই গ্রামের আবদুল আউয়ালের কন্যা এবং কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রী পিংকি আক্তার গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের পরীক্ষা দিয়ে আকসিনা গ্রামস্থ নিজ বাড়ি ফিরছিলো। বিকেল চারটা ২০ মিনিটের সময় আকসিনা গ্রামের মোস্তফা আলী মেম্বারের বাড়ির নিকটবর্তী পুকুরপাড়ে পৌঁছালে হঠাৎ বজ্রপাতের আঘাতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে স্কুলছাত্রী পিংকির আকস্মিক মৃত্যুতে তার সহপাঠীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত পরিবারের পাশে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনা প্রদান করেন। এই সময় কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।