Main Menu

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ, বিপর্যস্ত বিদ্যুত সরবরাহ

+100%-

ডেস্ক রিপোর্টঃবজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বজ্রপাতের কারণে বিকট শব্দে বিদ্যুত কেন্দ্রের ৮টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫টি ইউনিট চালু হলেও এখনো বন্ধ রয়েছে তিনটি ইউনিট। ফলে বন্ধ রয়েছে আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিদ্যুত সরবরাহ। এতে করে জাতীয় গ্রিডে হ্রাস পেয়েছে ২৬৪ মেগাওয়াট বিদ্যুত। কারখানার কারিগরী বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। পরে ভারী বর্ষনের সময় বজ্রপাতের কারণে বিকট শব্দে আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের ৮টি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে ৫টি ইউনিট চালু হলেও এখনো বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলি নুরুল আলম জানান বন্ধ ইউনিট গুলো চালুর প্রক্রিয়া চলছে।






Shares