আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন,৭ ইউনিটে উৎপাদন বন্ধ
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি : শুক্রবার বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর দুটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনা ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
অবশ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালক (কারিগরি) মো. সাজ্জাদুর রহমান বেলা সাড়ে তিনটার দিকে জানান, ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিয়েছে। যে কারণে জিটি-২ ও জিটি-৩ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ আছে। ত্রুটি সারানোর জন্য চেষ্টা চলছে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. মনিরুল হুদা জানান, বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে তিনটার দিকে আমাদের টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সেখানে আগুন নেভানোর কাজ চলছে।
« আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন,৭ ইউনিটে উৎপাদন বন্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন,৭ ইউনিটে উৎপাদন বন্ধ »