আশুগঞ্জে ট্রলার ডুবি :: এক জনের লাশ উদ্ধার
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লঞ্চঘাটে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৭ টার দিকের এ দুর্ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। ভেসে উঠা এক বৃদ্ধকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে অবস্থান করছেন।
ট্রলার যাত্রী কিশোরগঞ্জের ভৈরবের তবারক মিয়া জানান, যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি ভৈরব থেকে ছেড়ে আসে। আশুগঞ্জ লঞ্চঘাটে আসার পর ১০-১২জন যাত্রী একসঙ্গে উঠার চেষ্টা করলে ট্রলারটি ডুবে যায়। তবে এ সময় বেশিরভাগ যাত্রীই পাড়ে উঠে যায়। ট্রলারটি কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ভৈরব থেকে ছেড়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধূরী জানান, বেলা সাড়ে ৯টা নাগাদ রাজধানী ঢাকা থেকে আসা ডুবুরী দল উদ্ধার কাজ শুরু করেছে। এ ছাড়া উদ্ধার কাজে যুক্ত হয়েছে উদ্ধারকারী নৌযান অগ্নি তরণী। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে নৌযানটি ডুবে গেছে বলে জানিয়েছেন তিনি।