Main Menu

আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

+100%-

মনিরুজ্জামান পলাশ,প্রতিনিধি:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ৪০জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন যাবৎ উপজেলার খড়িয়ালা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার স্টেন্ড নিয়ে খড়িয়ালা এলাকার হাজী আবু তাহের মিয়ার সাথে বগইল এলাকার নূর ইসলাম মেম্বারের সাথে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে আবু তাহের মিয়া ও নূর ইসলামের সাথে কথাকাটাকাটি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বিকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তি নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুৃলিশ মোতায়েন রয়েছে।

-সঞ্জয়






Shares