নাশকতার আশঙ্কায় ঢাকা-আগরতলা বাস চলাচল বন্ধ
ডেস্ক ২৪: চলমান হরতাল-অবরোধে যানবাহনে অব্যাহত নাশকতার আশঙ্কায় ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার।
টিআরটিসির ব্যবস্থাপনা পরিচালক আরএম মালাকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিরাপত্তার কারণে তারা গতমাসেই ঢাকার সঙ্গে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছিলেন। তবে শ্যামলী পরিবহন সপ্তাহে তিনদিন ঢাকা-আগরতলা বাস চালাচ্ছিল।
গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের চলা অবরোধে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, রাজনৈতিক সহিংসতার মধ্যে ২০১৩ সালের সেপ্টেম্বরে টিআরটিসির ঢাকামুখী ‘মৈত্রী’ বাসে আগুন দেওয়া হয়েছিল। কয়েক মাস বন্ধ থাকার পর গতবছর আবার সীমিত পরিসরে টিআরটিসির বাস চলাচল শুরু হলেও নতুন করে নাশকতা শুরু হওয়ায় জানুয়ারি থেকে মৈত্রীর চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় টিটিআরসি।
২০০৩ সালে আগরতলা-ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়।