Main Menu

দুই বাংলাদেশির বিরুদ্ধে কানাডায় রেড এলার্ট

+100%-
ডেস্ক:একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কানাডায় দুই বাংলাদেশির বিরুদ্ধে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি রেড (সিবিএসএ) এলার্ট জারি করেছে। এই দুই বাংলাদেশি হচ্ছেন ইমাম আলী এবং খোকন আসলাম।

কানাডার একাধিক ওয়েবসাইটের গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় এই দুইজনের নাম রয়েছে। একই সঙ্গে, তাদের বিরুদ্ধে কানাডা থেকে বহিষ্কারাদেশ রয়েছে বলে জানানো হয়েছে।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ইমাম আলী এবং খোকন আসলামের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইমাম আলী ১৯৫২ সালের ১২ নভেম্বর জন্মগ্রহণ করেন। আর খোকনের জন্ম ১৯৬৬ সালের ১৭ জুলাই। তারা দু’জনেই মন্ট্রিয়লের অধিবাসী। আলী ইমামের একাধিক নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওয়েব সাইডের তথ্যে। এই তালিকায় ২৫ জনের মধ্যে দুইজন বাংলাদেশি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানায়, কানাডা সরকার আনুষ্ঠানিক ভাবে কোনো তথ্য দেয়নি। তবে আনফিসিয়ালি আত্মগোপনে থাকা ইমাম-খোকনের বিষয়ে দূতাবাসকে জানানো হয়েছে। যাতে ভ্রমণের ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা না পায়।






Shares