২ বাংলাদেশি হত্যার ঘটনায় ৪ বিএসএফ বরখাস্ত
ডেস্ক ২৪: বেনাপোলের পুটখালী সীমান্তে গরু পাচারকারী সন্দেহে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় অভিযুক্ত চার বিএসএফ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ভারত।যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, সহকারী উপ-পরিদর্শক নারায়ণ সিংহ ও তিনজন নন কমিশনড অফিসার ওয়াই এন বাট, প্রসেনজিত্ দাস ও মোহাম্মদ আইয়ুব আলী। তারা ভারতের আংরাইল সীমান্তে বিএসএফের ৪০ ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তে গরু আনতে গিয়ে বাংলাদেশের দুই নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন বেনাপোলের বারোপোতা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও বসতপুর কলোনিপাড়ার ফারুক হোসেন (২৬)। ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। এ বিষয়ে ওই দিন দুপুর ২টার দিকে পুটখালী সীমান্তে বিজিবির ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। |
« কসবায় ১ ডাকাত গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দুবাইয়ে বাংলাদেশি এক ট্যাক্সি চালকের সততা »