পুলিশ প্রশাসনে ১৪ রদবদল
ডেস্ক ২৪: পুলিশের এক উপ-মহাপরিদর্শক (ডিআইজি ), অতিরিক্ত উপ-মহাপরিদর্শকসহ (এডিশনাল ডিআইজি) ১৪টি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। প্রজ্ঞাপণ সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রস্তাবিত সন্ত্রাসদমন ইউনিট গড়ার দায়িত্ব) নাজিবুর রহমানকে রাজারবাগ টেলিকমে, পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. ফজলুর রহমানকে বিপিএ সারদা রাজশাহীতে, এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিমকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে, পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেনকে সিআইডি ঢাকায়, পঞ্চম এপিবিএন ঢাকার অধিনায়ক মো. সারওয়ার মোরশেদ শামীমকে দিনাজপুরের পুলিশ সুপার, নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর রহমানকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, ডিএমপির পুলিশ সুপার (ঢাকায় সংযুক্ত) মো. মিজানুর রহমানকে রেঞ্জ রিজার্ভ চার ঢাকার কমান্ডেট, মিশন থেকে ফেরা মো. আবু কালাম সিদ্দিককে উপ-পুলিশ কমিশনার ডিএমপি, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে লক্ষ্মীপুরে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোল্লা জাহাঙ্গির হোসেনকে সাতক্ষীরার পুলিশ সুপার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়েদুর রহমানকে নীলফামারীর পুলিশ সুপার (চলতি দায়িত্ব), নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ হোসেনকে গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। |