Main Menu

সৌদিতে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর নতুন কমিটি

+100%-

সৌদি আরবে বসবাসরত প্রবাসী গনমাধ্যম ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’ এর এক বছর মেয়াদী নতুন কমিটি গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার গঠিত হয়।  এটিএন বাংলা ও আরটিভি প্রতিনিধি আবুল বশীরের সভাপতিত্বে ও এনটিভি প্রতিনিধি ফারুক আহমেদ চান এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত ছিলেন – শাহজাহান চঞ্চল(সম্পাদক -সত্যের আলো প্রবাস),অহিদুল ইসলাম (প্রতিনিধি -একুশে টিভি), কবি করিম রেজা, মফিজুল ইসলাম চৌধুরী সাগর (বিশেষ প্রতিনিধি -বিডি২৪লাইভ.কম, দৈনিক ইলশেপাড়, কুমিল্লা ওয়েব, সংবাদ প্রতিদিন), হুমায়ুন কবির (প্রতিনিধি – দৈনিক খবর), সিরাজুল হক মানিক (প্রতিনিধি – দিগন্ত টিভি, দৈনিক নয়া দিগন্ত), ইকবাল হোসেন (ফটো সাংবাদিক – আরব নিউজ), মোঃ হানিফ (ফটো সাংবাদিক -চ্যানেল আই), হুমাযুন কবির (প্রতিনিধি -বাংলা ভিশন টিভি), সোহরাব হোসেন লিটন (ফটো সাংবাদিক -আরটিভি ও এটিএন বাংলা), মাসুদ রানা (ফটো সাংবাদিক -এনটিভি প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন, ডাঃ কামরুল ইসলাম (চেয়ারম্যান – বাংলাদেশ ইন্টাঃ স্কুল,রিয়াদ), আঃ সালাম, শেখ রহুল আমিন বাবুল, ডাঃ মাসুদুর রহমান, মিজানুর রহমান কমল, জাকির হোসেন, আহমদ উল্লা জনি, সাহাবুদ্দিন ফরাজি, ডাঃ রহমত উল্লা, এম.এ জলিল প্রমূখ।
‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’ এর সাথে সংহতি প্রকাশ করেছেন শরিফ হোসেন (সম্পাদক – দৈনিক সত্যের আলো), দেওয়ান আব্দুল বাসেত (সম্পাদক – মরুপলাশ ও রূপসী চাঁদপুর), ফখরুল বাশার মাসুম (প্রতিনিধি – চ্যানেল আই), হাবিবুর রহমান ভূইয়াঁ (প্রতিনিধি – সংবাদ, বৈশাখী টিভি), এম এ কাসেম খাঁন (প্রতিনিধি -খবর গ্রুপ, দাম্মাম), আলাউদি্দন (প্রতিনিধি -চ্যানেল আই, মক্কা), সোহেল রানা (প্রতিনিধি -বাংলা ভিশন টিভি,জেদ্‌দা), রুমি সাইদ (প্রতিনিধি – সৌদি গেজেট, জেদ্দা), আবু নাসের চৌধুরী (প্রতিনিধি, এনটিভি)।
নবগঠিত কমিটির সভাপতি আবুল বশির, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি জাহানঙ্গির আলম, সাধারন সম্পাদক ফারুক আহমেদ চান, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কাসেম খান, হাবিবুর রহমান ভূঁইয়া, মফিজুল ইসলাম চৌধুরী সাগর, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক মানিক, সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন লিটন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক হানিফ, যোগাযোগ সম্পাদক মাসুদ রানা ।
কার্যকরী  সদস্য আলাউদ্দিন, রুমি সাইদ, সোহেল রানা, আবু নাসের চৌধুরী, ইন্জিঃ জালাল উদ্দিন, মাসুদ সেলিম । এছাড়াও একটি উপদেষ্ঠা এবং পৃষ্ঠপোষক কমিটি গঠিত হবে। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের হত্যা, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করা হয়।






Shares