হত্যা মামলার আসামী গ্রেফতার
গত ১৭/১২/১৫ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় সংবাদের প্রেক্ষিতে নবীনগর থানা পুলিশ শিবপুর ইউপিস্থ শিবপুর কনিকাড়া রাস্তার অনুমান দেড় কিঃ মিঃ দক্ষিণে ওয়ারুক বিলের মাঝখানে ডান পার্শ্বের ছবিতে প্রদর্শিত অজ্ঞাত নামা মহিলার লাশ প্রাপ্ত হইয়া লাশের পরিচয় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যব্যস্থা গ্রহন করেন।পরবর্তীতে উক্ত লাশের পরিচয় পাওয়ার পর মৃতার বোন বাদী হইয়া
চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজু হওয়ার পর ঘটনার সহিত সম্পৃক্ত আসামীদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকে। গত ২০/০১/১৬ ইং তারিখ চাঁদপুর মডেল থানার এস আই/মোঃ নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সহিত সম্পৃক্ত আসামীকে গ্রেফতার করার জন্য অত্র নবীনগর থানায় আসিয়া অফিসার ইনচার্জ জনাম মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম এর নিকট সহযোগীতা চাইলে উক্ত এস আই অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করিয়া বামের ছবিতে প্রদর্শিত মোঃ খায়ের মিয়া (২৮) পিতা-আবু জামাল সাং-মিরপুর, ইউপি-শিবপুর, থানা-নবীনগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ করাকালে সে ঘটনার সহিত নিজের সম্পৃক্ততার কথা অকপটে স্বীকার করে। সে জানায় যে, জাকিয়া সুলতানা (মৃতার)সহিত গত ৪/৫ মাস পূর্বে মোবাইল ফোনে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ১৬/১২/১৫ ইং তারিখ মৃতার সহিত কুমিল্লা জেলাধীন ক্যান্টনম্যান্ট এলাকায় দেখা করতে যায়।দেখা করতে যাইয়া জাকিয়াকে তাহার ভাল না লাগায় সে কৌশলে চলে আসার চেষ্টা করিলেও জাকিয়া তাকে আসতে দেয় নাই।পরবর্তীতে আসামী খায়ের মিয়া বাধ্য হইয়া জাকিয়াকে সাথে নিয়া নিজ গ্রামে আসিয়া কৌশলে ওয়ারুক বিলের মাঝখানে নিয়া গলা টিপে হত্যা করে।প্রেস রিলিজ