সড়ক খুলে দেয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির উপর অবৈধভাবে দোকান নির্মান করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে জেলার নবীনগর উপজেলার বাড়ইল বাজরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাড়ইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুুল খালেক বাবুল। এলকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বড়াইল বাজারে লীজ নেয়া জমির বাইরেও অবৈধভাবে জমি দখল করে দোকান নির্মান করেন। এতে ঐ এলাকার ৭ টি ইউনিয়নের কয়েক হাজার লোকের পথ চলাচলের বাধার সৃষ্টি হচ্ছে। এসময় বক্তারা জনগনের ব্যবহারের জন্য সড়কটি খুলে দেয়ার দাবী জানান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।
« আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও বিক্রয় বন্ধ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে মুক্তিযোদ্ধা দিবস পালিত »